ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত একাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত সাত থেকে দশজন আহত হয়েছেন।
শনিবার (২২) রাত ৯টার পর থেকে শুরু হওয়া এই উত্তেজনা রাতভর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাতে জানা যায়, শনিবার রাতে মাদরাসার ভেতরে একটি মিলাদ মাহফিল চলাকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, মাদরাসার সাবেক ছাত্রলীগের কিছু প্রভাবশালী শিক্ষার্থী অনুষ্ঠানকে কেন্দ্র করে চাপ প্রয়োগ করে এবং অশ্লীল গান বাজানোর প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে বহিরাগতদের অংশগ্রহণে সংঘর্ষ আরও তীব্র হয়।
আহতদের মধ্যে সাদিক, মইন, ইলিয়াস, ওমর ফারুক, আবু বক্কর, ওয়ালিদ, এনামুল, মহিউদ্দিন ও মাবিকের নাম পাওয়া গেছে। তাদের কারও মাথায়, কারও পায়ে আঘাত লেগেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মুখোমুখি সংঘর্ষ
খবর পেয়ে চকবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেনা সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করে হলে তল্লাশি চালান এবং নিরাপত্তা জোরদার করেন। রাত পৌনে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী এখনও অবরুদ্ধ অবস্থায় ছিলেন, যাদের উদ্ধারে প্রশাসন অভিযান চালায়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। একইসঙ্গে সেনা সদস্যরা ক্যাম্পাসে টহল দিচ্ছেন।
সংঘর্ষের পর মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের উপস্থিতি ও প্রভাবশালী সিনিয়রদের চাপের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বাড়ছে। আগামী মঙ্গলবার ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন।
রাত সাড়ে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে তল্লাশি চলছিল। পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি আপাতত শান্ত হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








