News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২২ নভেম্বর ২০২৫

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। 

তিনি বলেছেন, এলাকাটিতে কোনো ধরনের প্ল্যান ছাড়াই এক কাঠার কম জায়গায় ৬–৭ তলা ভবন নির্মাণের বহু উদাহরণ রয়েছে।

শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি অপসারণের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।

তিনি বলেন, শত বছরের পুরাতন স্থাপনার ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই পুরান ঢাকায় নতুন পরিকল্পিত নগরায়ন প্রক্রিয়া শুরু করেছে রাজউক।

ভূমিকম্পে কসাইটুলীতে রেলিং ভেঙে পড়া ভবন প্রসঙ্গে তিনি বলেন, ওই ভবনের নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে ভবনটি সিলগালা করা হবে।

আরও পড়ুন: বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হয়: প্রধান বিচারপতি

নগর উন্নয়ন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম আরও বলেন, কয়েকটি প্লট একীভূত করে নতুন ভবন নির্মাণে মালিকদের কিছু প্রাথমিক ক্ষতি হলেও, ভবিষ্যতে উচ্চতা ও অন্যান্য সুবিধা পাওয়ায় তারা আর্থিকভাবে লাভবানই হবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়