যেভাবে ভূমিকম্পের সতর্কবার্তা দেবে স্মার্টফোন অ্যাপ
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের আগাম পূর্বাভাস সাধারণত পাওয়া যায় না। তবে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠাতে সক্ষম কয়েকটি স্মার্টফোন অ্যাপ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম, মাই আর্থকোয়েক অ্যালার্টস, এবং মাইশেক। ব্যবহারকারীরা চাইলে সহজেই এসব অ্যাপের মাধ্যমে ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন।
গুগল ২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম যুক্ত করে। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার দিয়ে ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে গুগল তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়। উৎপত্তিস্থল, মাত্রা, সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপদ থাকার নির্দেশনাও জানানো হয় অ্যালার্টের মাধ্যমে। আশপাশের ব্যবহারকারীদের কাছেও দ্রুত এ সতর্কতা পৌঁছে যায়।
অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে- সেটিংস → সেফটি অ্যান্ড ইমার্জেন্সি → আর্থকোয়েক অ্যালার্টস অপশন অন করতে হবে। এতে ঝাঁকুনি অনুভূত হলে ফোন থেকেই তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়া যাবে।
বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষ ব্যবহার করছেন মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপ। এটি একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ, যেখানে বিভিন্ন অঞ্চলের কম্পনসংক্রান্ত তথ্য পাওয়া যায়। অ্যাপটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই প্ল্যাটফর্মেই রয়েছে।
আরও পড়ুন: ভূমিকম্পে আতঙ্ক, বাংলালিংক দুই ঘণ্টার ফ্রি লোকাল কলের ঘোষণা
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে তৈরি মাইশেক অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করে এবং ব্যবহারকারীদের রিয়েল-টাইম সতর্কবার্তা পাঠায়। নাগরিক বিজ্ঞান (সিটিজেন-সায়েন্স) উদ্যোগের অংশ হিসেবে ব্যবহারকারীরা তথ্য যোগ করে এ সতর্কতা ব্যবস্থার উন্নয়নে সহায়তাও করতে পারেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








