পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে দিন দিন শীতের আমেজ বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঘন কুয়াশা না থাকলেও বাতাসে আর্দ্রতার উচ্চ মাত্রা ঠান্ডার অনুভূতি আরও তীব্র করেছে। দিনের আলোয় সূর্যের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাস শরীরে শীতের কামড় বাড়াচ্ছে।
এদিন সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের ১৩.৯ ডিগ্রির তুলনায় সামান্য বৃদ্ধি পায়। একই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা হাওয়া বইছে।
আরও পড়ুন: ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








