সেনানিবাসে খালেদা জিয়া ও ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস‑উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠানের পার্শ্বপ্রসঙ্গে রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই একান্ত সাক্ষাৎ করা হয় যথেষ্ট আন্তরিক মুহূর্তে, যেখানে ইউনুস খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার শুভকামনা জানিয়েন।
উত্তরে, খালেদা জিয়া ধন্যবাদ জানান এবং ইউনুসের সহধর্মিণী আফরোজী ইউনুস-ের স্বাস্থ্যের খবর নেন, এবং তার সুস্থতা কামনা করেন।
সাক্ষাতে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে পৌঁছান।
আরও পড়ুন: ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ড. শাহাবুদ্দিন তালুকদার এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
ইউনুস-খালেদা জিয়ার এই সাক্ষাৎ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব বহন করে। কারণ, এমন এক সময়ে তারা একে অপরের সঙ্গে সৌজন্য দেখাচ্ছেন যখন দেশ মধ্যবর্তী সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।
উল্লেখ্য, ইউনুস আজকের অনুষ্ঠানে সেনারা নির্বাচনকে “মসৃণ ও উৎসবমুখর” করার আহ্বান করেন।
সেনানিবাস থেকে ফিরোজায় ফিরে গিয়ে খালেদা জিয়া তার রাজনৈতিক ও ব্যক্তিগত সমর্থকদের কাছে এই ভ্রমণটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন। তার উপস্থিতি এবং ইউনুসের সঙ্গে সৌজন্য বিনিময় এক নতুন রাজনৈতিক বার্তা পাঠাতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








