News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ২২ নভেম্বর ২০২৫

দেশে আবারও ভূমিকম্প

দেশে আবারও ভূমিকম্প

ফাইল ছবি

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শনিবার (২২ নভম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় সামান্য কম্পন অনুভূত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমডি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগের দিন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন। ওই ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

বিএমডি জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী—যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। কেন্দ্রস্থলের অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়