News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে আতঙ্ক, বাংলালিংক দুই ঘণ্টার ফ্রি লোকাল কলের ঘোষণা

ভূমিকম্পে আতঙ্ক, বাংলালিংক দুই ঘণ্টার ফ্রি লোকাল কলের ঘোষণা

প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আপনজনের খোঁজখবর নিতে মোবাইল অপারেটর বাংলালিংক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যেকোনো লোকাল নম্বরে ফ্রি কল সুবিধা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বাংলালিংকের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আশা করি ভূমিকম্প থেকে সবাই নিরাপদে আছেন। আপনজনের খোঁজখবর নিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফ্রি কথা বলুন। আপনার জন্যেই আমরা—বাংলালিংক।’

আরও পড়ুন: তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়