চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পরপরই আগ্রাবাদ ফায়ার স্টেশনসহ আশপাশের স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ইউনিটগুলোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং গুদামের শ্রমিকরাও পানি ও আগুন নেভানোর সরঞ্জাম দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কদমতলী পোড়া মসজিদ এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের পর্যায়েই রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ধোঁয়ার তীব্রতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের উপরের তলাগুলোতে বিভিন্ন ধরনের কম্বল, সোয়েটারসহ পোশাকজাত সামগ্রী মজুত করা ছিল। এসব উপকরণ অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভবনের নিচে বাণিজ্যিক কার্যক্রম থাকলেও আগুন লাগার সময় তলাগুলোতে তেমন ভিড় ছিল না। ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন কীভাবে লাগল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কোনো দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল নিয়ন্ত্রণে এলে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতির সার্বিক হিসাবও পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভবনের সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকা নিরাপত্তামূলকভাবে খালি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








