News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০১, ২৪ নভেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন; সেই প্রেক্ষাপটে বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে গড়ে তুলতে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। 

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী নির্বাচন সফলভাবে আয়োজন করার জন্য কমনওয়েলথের সমর্থন অপরিহার্য। 

তিনি বিশেষভাবে জোর দেন যে, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি অঙ্গীকারবদ্ধ। 

বৈঠকে মহাসচিব বচওয়ে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও রূপান্তর পর্যায়ে কমনওয়েলথের সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন। 

তিনি বলেন, সংস্থাটি নির্বাচন-পরবর্তী উত্তরণে গঠনমূলক ভূমিকা রাখতে চায় এবং প্রয়োজন হলে পর্যবেক্ষক দল পাঠানো হবে। 

বচওয়ে আরও উল্লেখ করেন, কমনওয়েলথের শক্তি তার বিশাল সদস্যভুক্তি — ৫৬টি দেশ, যার মধ্যে রয়েছে G-৭ ও G-২০ সদস্যরাও; এই নেটওয়ার্ককে বাংলাদেশ কার্যকরভাবে কাজে লাগাতে পারে। 

আরও পড়ুন: এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল ইসি

এই সফরটি (২০–২৪ নভেম্বর) বচওয়ের প্রথম সরকারি সফর হিসেবে দেখা হচ্ছে। 

সফরকালে তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। 

তার ভাষ্য, সাক্ষাৎগুলোর মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে বোঝার চেষ্টা করছেন, এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার পথ খুঁজে বের করতে চান। 

বৈঠকে শুধুমাত্র নির্বাচনের নিরাপত্তা নিয়ে সীমাবদ্ধ থাকেনি আলোচনা — দুই নেতা তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ব্যবসা সম্প্রসারণ, এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর ‘থ্রি-জিরো’ ভিশনেও মনোনিবেশ করেছেন। 

মহাসচিব বচওয়ে বলেন, কমনওয়েলথ একটি স্ট্র্যাটেজিক পরিকল্পনা গ্রহণ করেছে, যার একটি মূল স্তম্ভ হলো গণতন্ত্র এবং বাংলাদেশ এই অংশীদারিত্ব থেকে উপকৃত হতে পারে। 

প্রধান উপদেষ্টা ইউনূস কমনওয়েলথের নির্বাচনী সহায়তা ও রূপান্তর প্রক্রিয়াতে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহ প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তার মতে, এই ধরনের বহুজাতিক সহায়তা শুধু নির্বাচনের প্রতি আস্থা বাড়াবে না, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক উন্নয়নে অবিচল অংশীদারিত্ব গঠন করবে।

অপরদিকে, মহাসচিব বচওয়ে বলেছেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়