News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ নভেম্বর ২০২৫
আপডেট: ১৫:০০, ২৪ নভেম্বর ২০২৫

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: নৌবাহিনী প্রধান

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান।

সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরীণ দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ, নৌসদস্য ও কন্টিনজেন্ট প্রেরণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত ৭,৫০০ জন নৌসদস্য ফিলিস্তিনসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। এসব মিশনে চারজন নৌসদস্য শাহাদাত বরণ করেছেন বলেও জানান তিনি।

এদিন সমাপনী কুচকাওয়াজে বি-২০২৫ ব্যাচের নাবিকদের মধ্যে রিজান মোল্যা সব ক্ষেত্রে উৎকর্ষ দেখিয়ে ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করে মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ ও তৃতীয় স্থান অর্জন করে মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: রিজওয়ানা

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নৌসদস্য এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়