News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০১, ২৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য ফের ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে পূর্বেও চিঠি পাঠানো হয়েছিল, তবে জবাব আসেনি। এখন পরিস্থিতি পরিবর্তিত, শাস্তি কার্যকর হয়েছে, এবং আমাদের চুক্তি অনুসারে আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি।”

আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তারা ভারতে পলায়ন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়