News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ২৩ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৮, ২৩ নভেম্বর ২০২৫

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পূর্ব আলোচনা সভায়  তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “মানুষ অতিদ্রুত বড় হতে চায়। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই সামান্য প্রাকৃতিক দুর্যোগেও আমরা কেঁপে যাই। তাই রাজনীতিবিদদের উপরই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, অন্য কেউ এই উপলব্ধি বুঝবে না।”

তিনি আরও স্মরণ করেন, “সাইফুল ইসলাম পটু জীবিত থাকা অবস্থায় আমরা তার যথাযথ মূল্যায়ন করেছি কি না, তা ভাবা উচিত। যারা রাজনীতিতে জীবন উৎসর্গ করেছেন- তাদের অনেকেই মেধাবী শিক্ষার্থী। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন না করি, তাহলে দলের চেতনা সম্পন্ন নেতৃবৃন্দ হারাবে।”

সাইফুল ইসলাম পটুর সহযোদ্ধা হাবিব উন নবী খান সোহেল বলেন, “দলের জন্য যারা ত্যাগ স্বীকার করে কষ্ট করে, অনেকেই তাদের বোকা মনে করতে পারেন। কিন্তু এই বোকারাই দলকে টিকিয়ে রাখে এবং ক্ষমতায় নিয়ে যায়।”

আরও পড়ুন: গণঅভ্যুত্থান নিয়ে ‘চেতনা ব্যবসার’পরিণতি শুভ হবে না: সালাহউদ্দিন

দোয়া মাহফিলে বক্তব্য দেন আরও সরাফত আলী সপু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, নেওয়াজ আলী নেওয়াজ, সাদরেজ জামান প্রমুখ। তারা পটুর ব্যক্তিগত জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তার রাজপথের ভূমিকা স্মরণ করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়