অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: রিজওয়ানা
ফাইল ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা বলেন, “সরকারের আর দুই-আড়াই মাস বাকি, এই সময়ের মধ্যে তারা ভালো দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি আরও জানান, ই-পারিবারিক আদালত কাগজবিহীন বিচারব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশেষভাবে নারী ও শিশুরা যারা পারিবারিক সহিংসতা বা নির্যাতনের শিকার তাদের জন্য সম্ভাবনার সুযোগ তৈরি করবে। যদিও অনেক আবেদন অনলাইনে করা যায়, তবুও ই-পারিবারিক আদালতের মাধ্যমে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
আরও পড়ুন: ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
রিজওয়ানা সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে আদালতের সার্ভার ডাউন না হয় এবং বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








