News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২৪ নভেম্বর ২০২৫

টিকটক ইউজারদের জন্য ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু

টিকটক ইউজারদের জন্য ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু

ছবি: সংগৃহীত

টিকটক ব্যবহারকারীদের সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে নতুন ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু করেছে টিকটক। 

নিরাপত্তা ও কমিউনিটি গাইডলাইনকে গুরুত্ব দিয়ে আনা এই ফিচারগুলো ব্যবহারকারীদের ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটে আগের স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট টুলের সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটি মানসিক স্বাস্থ্য–সহায়ক ফিচার। এর মধ্যে রয়েছে-  ১২০টির বেশি অ্যাফারমেশন কার্ড: ব্যবহারকারীরা প্রতিদিনের লক্ষ্য ঠিক করতে এগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।

সাউন্ড জেনারেটর: বৃষ্টি, ঢেউ কিংবা হোয়াইট নয়েজসহ বিভিন্ন প্রশান্তিদায়ক শব্দ শুনে মন শান্ত রাখা যাবে।

ব্রিদিং এক্সারসাইজ: বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসের অনুশীলন থাকবে মানসিক প্রশান্তির জন্য।

এ ছাড়া দীর্ঘমেয়াদি সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে চারটি নতুন ওয়েল-বিয়িং মিশন যুক্ত করেছে টিকটক। এগুলোর মধ্যে রয়েছে-

৮ সপ্তাহের স্লিপ আওয়ারস মিশন: ভার্চুয়াল ‘ওয়েল-বিয়িং ট্রি’ অনুসরণ করে প্রতিদিনের ঘুমের সময় ঠিক রাখা।

দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ: নির্ধারিত সীমার মধ্যে স্ক্রিন টাইম মেনে চললে ব্যাজ প্রদান।

সাপ্তাহিক স্ক্রিন টাইম রিপোর্ট মিশন: সপ্তাহজুড়ে প্ল্যাটফর্মে কত সময় ব্যয় হয়েছে তা যাচাইয়ের সুযোগ।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড থেকে ফাইল পাঠানো যাবে আইফোনে

ওয়েল-বিয়িং অ্যাম্বাসেডর মিশন: অন্যদেরও এই ফিচার ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ।

টিকটক বলছে, নতুন এই উদ্যোগগুলো প্ল্যাটফর্মে আরও নিরাপদ, নিয়ন্ত্রিত এবং ভারসাম্যপূর্ণ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়