News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ২৫ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ছবি: নিউজবাংলাদেশ

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এই বস্তির বড় অংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পৌঁছায়। খবর পাওয়ার পরপরই প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়, পরে তা বাড়িয়ে ১১টি করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ও মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বস্তির বড় অংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ধোঁয়ার কুণ্ডলি দূর থেকে দৃশ্যমান।

আরও পড়ুন: চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কড়াইল বস্তি রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীর লাগোয়া প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে প্রায় ১০ হাজার ঘর রয়েছে, যেগুলো টিন, বাঁশ ও কাঠ দিয়ে গায়ে গা লাগিয়ে তৈরি। সংকীর্ণ রাস্তার কারণে প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। ফলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এই বস্তিতে অগ্নিকাণ্ড নতুন নয়। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে আগুনে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। এর আগে গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় কড়াইল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য ও আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়