News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০১, ২৫ নভেম্বর ২০২৫

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইসির

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইসির

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তুতির ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান সেবা চালু রাখা, ভোটার তালিকা চূড়ান্তকরণ, মাঠপর্যায়ে ‘মক ভোটিং’-এর আয়োজন এবং দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পর্যন্ত নতুন এনআইডি প্রদান কার্যক্রম চালু থাকবে। তবে ভোটার তালিকা ও এনআইডি সংশোধন, আবাসস্থল পরিবর্তন কিংবা ভোটার স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। 

সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য নাগরিকদের নামই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দেশের অভ্যন্তরে নতুন আবেদনকারীদের নিবন্ধন কার্যক্রম পূর্বের মতোই রেজিস্ট্রেশন অফিসাররা পরিচালনা করবেন।

নির্বাচনি মাঠের বাস্তব অভিজ্ঞতা যাচাই করতে আগামী শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘মক ভোটিং’। 

আরও পড়ুন: ভিন্ন রঙের ব্যালটে গণভোট: আইন উপদেষ্টা

ইসির জনসংযোগ দফতর জানিয়েছে, প্রকৃত নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার উপস্থিত থাকবেন। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক থাকবে না। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে। এই পরীক্ষামূলক ভোটিংয়ের মাধ্যমে কমিশনাররা সরাসরি দেখবেন ভোটাররা কী ধরনের সমস্যার সম্মুখীন হন, ভোট দিতে কত সময় লাগে এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য কী ধরনের ব্যবস্থা প্রয়োজন। এ অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা নির্ধারণ করা হবে।

ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট পেপার এবং গণভোটের জন্য রঙিন ব্যালট পেপার ব্যবহার করা হবে। 

তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত হবে এবং নির্বাচনী সরঞ্জামাদি ১০টি জোনাল অফিসের মাধ্যমে পাঠানো হবে। প্রবাসীদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়