News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২৫ নভেম্বর ২০২৫

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ছবি: সংগৃহীত

গণভোট অধ্যাদেশ-২০২৫ -এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এ লক্ষ্যে গণভোট আয়োজনের জন্য নতুন আইন প্রণয়ন প্রয়োজন ছিল।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা

তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আজকের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়