News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ২৫ নভেম্বর ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

ফাইল ছবি

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ৩ দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এই কর্মসূচি দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম সংবাদমাধ্যমকে বলেন, “সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন- এই তিন দফা দাবির বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কোনো বাস্তব অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতি দিচ্ছি।”

ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার আরও জানান, “দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে। আমরা সারাদেশের সহকারী শিক্ষকদের কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুন: ভূমিকম্প আতঙ্কে ঢাবি বন্ধ, শিক্ষার্থীদের হল ত্যাগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি, এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ৩,৮৪,০০০। গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০তম গ্রেড ও ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট। তাদের দাবি, অন্যান্য সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের মতো স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেও প্রাথমিক সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়