News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ২৫ নভেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধা চালু

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধা চালু

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানো প্রচলিত হলেও অনেক সময় উচ্চারণ অস্পষ্ট বা পটভূমির শব্দের কারণে মেসেজ পুরোপুরি বোঝা যায় না। হোয়াটসঅ্যাপের নতুন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধা ব্যবহার করলে ভয়েস মেসেজ বার্তায় রূপান্তর করে পড়া সম্ভব। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইফোন- উভয় অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ট্রান্সক্রিপ্টস সুবিধা ঐচ্ছিক; ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এটি চালু বা বন্ধ করতে পারবেন। সুবিধা চালুর পর যেকোনো ভয়েস মেসেজ চাপ দিয়ে ধরে রাখলেই তা বার্তায় রূপান্তরিত হবে। ট্রান্সক্রিপশনের পুরো প্রক্রিয়া ব্যবহারকারীর ডিভাইসে সম্পন্ন হয়, কোনো তৃতীয় পক্ষের কাছে ডেটা সংরক্ষিত হবে না।

সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস → চ্যাটস → ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস অপশন থেকে সুবিধা চালু বা বন্ধ করা যাবে। একই জায়গা থেকে ট্রান্সক্রিপ্টের ভাষাও নির্বাচন করতে হবে। যে মেসেজটি রূপান্তর করতে চান, সেটিতে চাপ দিয়ে ধরে রাখলে প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সক্রাইব’ নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: আইওএস ২৭: পারফরমেন্স ও ফিচারে গুরুত্বারোপ

অ্যান্ড্রয়েডে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও রুশ ভাষায় বার্তা পড়া যাবে। আইওএস ১৭-এ চলা আইফোনে ১৮টি ভাষায়-ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি, ডাচ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, সুইডিশ ও থাই-ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট করার সুবিধা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়