News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৪, ২৪ নভেম্বর ২০২৫

আইওএস ২৭: পারফরমেন্স ও ফিচারে গুরুত্বারোপ

আইওএস ২৭: পারফরমেন্স ও ফিচারে গুরুত্বারোপ

ছবি: সংগৃহীত

অ্যাপলের আইওএস-২৭ আপডেটে পারফরমেন্স এবং এআই ফিচারের উপর জোর দেওয়া হবে। এটি ২০২৬ সালের জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) উন্মোচিত হবে। রিলিজ হবে সেপ্টেম্বরে। আপডেটে স্মুথ অ্যানিমেশন এবং বাগ ফিক্স যুক্ত হবে। এটি ম্যাক ওএস-টেন স্নো লেপার্ডের মতো "কোয়ালিটি-ফোকাসড" আপডেট। এআই ফিচারগুলো অ্যাপল ইন্টেলিজেন্সকে আরও শক্তিশালী করবে।

ম্যাকরিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের মার্ক গুরমান বলেছেন, আইওএস ২৭-এ দুটি মূল উন্নয়ন হবে। প্রথমটি সফটওয়্যার কোয়ালিটি এবং পারফরমেন্স  এতে ইন্টারনাল ক্লিনআপ এবং ইউআই ইমপ্রুভমেন্ট রয়েছে। দ্বিতীয়টি নতুন এআই ফিচার। এআই-চালিত ওয়েব সার্চ টুল সিরিকে স্মার্ট করবে। সিরির ভিজ্যুয়াল পুনরায় ডিজাইন করা হবে। এআই হেলথ এজেন্ট যুক্ত হবে। এটি ব্যবহারকারীর স্বাস্থ্য পরামর্শ দেবে।

আরও পড়ুন: টিকটক ইউজারদের জন্য ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু

এই আপডেট আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য উন্নত পরিষেবা থাকবে। ইমার্জিং মার্কেটের জন্য বিশেষ ফিচার আসবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়