শর্ট সার্কিট থেকেই কার্গো ভিলেজে আগুন: প্রেস সচিব
ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকার।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়েছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে কুরিয়ারের পণ্যের স্তূপে—এমন তথ্য উঠে এসেছে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তুলে ধরেন।
এর আগে একই দিন কার্গো টার্মিনালের অগ্নিকাণ্ড সম্পর্কিত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিটি।
আরও পড়ুন: উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
প্রেস সচিব জানান, প্রাপ্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত। প্রথমে কুরিয়ার সার্ভিসের জন্য সংরক্ষিত পণ্যের এক স্তূপে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই দ্রুত বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
শফিকুল আলম আরও বলেন, ঘটনাক্রম ও আগুনের তীব্রতা বিশ্লেষণে দেখা যায়—আগুন লাগার ধরনের কারণে সিভিল এভিয়েশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এ কারণেই অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সময়সাপেক্ষ হয়।
তদন্ত প্রতিবেদনে পুনর্ব্যক্ত করা হয়েছে, এটি কোনো ধরনের নাশকতা নয়, বরং অবকাঠামোগত বৈদ্যুতিক ত্রুটি এবং কুরিয়ার পণ্যের দাহ্য পরিবেশ আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।
অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে নিরাপত্তা কাঠামো জোরদারের সুপারিশও করেছে তদন্ত কমিটি।
নিউজবাংলাদেশ.কম/পলি








