কড়াইল অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের
ফাইল ছবি
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি লিখেন, “মহাখালী কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা না গেলেও অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।”
তারেক রহমান বলেন,“কড়াইল বস্তির এই অগ্নিকাণ্ডে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টার প্রতি বিএনপি পূর্ণ সংহতি জানাচ্ছে। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশবাসীকে নতুন প্রেরণা দিয়েছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, “এই ভয়ংকর আগুনের দ্রুত পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি না ঘটে- এ জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি।”
আরও পড়ুন: শেখ হাসিনার দুই লকার থেকে উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনাও জানান এবং বলেন, “এই কঠিন সময়ে তারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








