News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৬ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার 

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার 

ফাইল ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, গৃহহীন মানুষদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ড. ইউনূস বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে, যা আমাদের সবার জন্যই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অবিলম্বে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় বহু ঘর-বাড়ি পুড়ে যায় এবং অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়