লটারিতে এসপি নিয়োগে মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) নিয়োগের প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৬৪ জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। আগের ১৮ জন এসপিকে প্রত্যাহার করার পর ওইসব জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকি জেলাগুলোতে লটারির মাধ্যমে এসপি পদায়ন করা হয়।
“এ প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি,” বলেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সম্পূর্ণ নির্মূল সম্ভব হয়নি, তবে সরকার সেটি কমাতে অবিরাম চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা না গেলেও তা কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন প্রতিহত করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি
গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








