News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ নভেম্বর ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য জরুরি: তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য জরুরি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

৯০–এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম নির্ভীক মুখ শহীদ ডা. শামসুল আলম মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাঁক তৈরি করেছিল। 

বুধবার (২৬ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দেওয়া একাধিক বাণীতে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে মিলন গণতন্ত্রের বিজয় এনেছিলেন। তাঁর আত্মত্যাগের পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।

তারেক রহমান বলেন, শহীদ ডা. মিলন ছিলেন ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক নির্ভীক সৈনিক। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর আত্মদান হারানো গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিল। ৯ বছরের এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়।

আরও পড়ুন: কড়াইল অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, পতিত আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের দূর্বিষহ শাসনামলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল। জনগণ তাদের মালিকানা হারিয়েছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের মুখাপেক্ষী হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ছাত্র–জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনো দেশমাতৃকার বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।

তারেক রহমানের বাণীতে উল্লেখ করা হয়, গণতন্ত্র ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে চলমান আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করতে হবে। 

তিনি বলেন, গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই শহীদ মিলনের আত্মত্যাগ সার্থক হবে।

এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আলাদা বাণী দিয়েছেন। তিনি শহীদ মিলনের আত্মত্যাগকে গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়