News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ২৬ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে নৌবাহিনীর ভারী গোলাবর্ষণ, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে নৌবাহিনীর ভারী গোলাবর্ষণ, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মহড়ার অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ পরিচালনা করবে। এ কারণে সংশ্লিষ্ট সব নৌযানকে আগাম সতর্ক করে বিপজ্জনক অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়াকালীন সময়ে সমুদ্রের বিস্তৃত অঞ্চলে গোলাবর্ষণ চলবে, যা সাধারণ নৌযানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিপজ্জনক এলাকা চিহ্নিত করা হয়েছে—পতেঙ্গা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কুতুবদিয়া থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মহড়ার সময় এসব এলাকার নিকটবর্তী সমুদ্রপথে নৌযান প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জোরদারের নির্দেশ

আইএসপিআর জানিয়েছে, গোলাবর্ষণের জন্য চিহ্নিত সমুদ্র অঞ্চলগুলোর মধ্যে পড়ে মোংলা ফেয়ারওয়ে, পায়রা ফেয়ারওয়ে, পতেঙ্গা পয়েন্ট, কুতুবদিয়া, কক্সবাজার ও সেন্টমার্টিন। এসব এলাকায় বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজসহ সব ধরনের নৌযানকে মহড়ার সময় সম্পূর্ণভাবে চলাচল পরিহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নৌবাহিনীর এই মহড়া নিয়মিত সামুদ্রিক প্রস্তুতি যাচাই ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ। গোলাবর্ষণের ঘনত্ব বেশি থাকায় আগেভাগে নৌযান মালিক, অপারেটর ও মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে সমুদ্রে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

নৌবাহিনী সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানিয়ে বলেছে, মহড়ার দিনগুলোতে বিপজ্জনক এলাকাগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে নিরাপদ জলসীমা ব্যবহার করলেই ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়