যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক
ছবি: নিউজবাংলাদেশ
যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের সময় মো. আব্দুস সালাম নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। তিনি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে যশোর কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।
সূত্র জানায়, গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে অবস্থান করেন আব্দুস সালাম। কখনো নিজেকে রংপুরের জেলা প্রশাসক, আবার কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দেন তিনি। সার্কিট হাউজে ওঠার পর থেকে যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারেরও চেষ্টা করেন। জানা গেছে, তিনি পূর্বে কাশেম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত জানান, বুধবার আব্দুস সালাম সচিব পরিচয়ে সার্কিট হাউসে ওঠেন। পরে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়।
এরপর যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








