News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৭ নভেম্বর ২০২৫

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কাঁপল টেকনাফ

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কাঁপল টেকনাফ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট হালকা ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তি হয়।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানিয়েছে, কম্পনের তীব্রতা খুব কম হওয়ায় টেকনাফের অধিকাংশ মানুষ তা টের পাননি। উৎপত্তিস্থলের গভীরতার সঠিক তথ্য ভলকানো ডিসকভারি জানাতে না পারলেও, ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছিল। সেই কম্পনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র বলে অভিহিত করা হয়। সেই সময় রাজধানী ও অন্যান্য শহরের বহুতল ভবন থেকে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে বেরিয়ে আসেন। অনেকেই জানান, এত শক্ত কম্পন তারা আগে কখনো অনুভব করেননি। এছাড়া, নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে কমপক্ষে ১০ জন প্রাণ হারান এবং কয়েকশ মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের হালকা কম্পন স্বাভাবিক হলেও, শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি এ অঞ্চলে এখনও রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়