খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি জানান, গত দুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটময়। এ অবস্থায় দলের পক্ষ থেকে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা জুমার নামাজ শেষে তার রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সফরে কবিতায় ‘শেকড়ের বার্তা’ দিলেন মির্জা ফখরুল
নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন দেশনেত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দেন এবং আবার জনগণের মাঝে ফিরিয়ে এনে দেশের মানুষের সেবা করার সুযোগ দেন।
দলীয় নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচি অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








