News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ নভেম্বর ২০২৫

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হার বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে স্বাগতিক দল বাংলাদেশ। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় তারা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে করেছে ১৪২ রান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। 

বাংলাদেশ পাওয়ার প্লেতেই খেই হারায়। ১৮ রানে সাজঘরে ফেরেন টপের ৪ ব্যাটার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। পঞ্চম উইকেটে জাকের আলী ও তাওহীদ হৃদয় ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামলেছেন। জাকের আলীর আউটে জুটি ভাঙলে আবার ধস নামে ইনিংসে। এক ওভারেই ফেরেন ৩ ব্যাটার। তার পরও প্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন হৃদয়। তুলে নেন ফিফটি। ৭৪ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেটে শরিফুলকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তাতে পরাজয়ের ব্যবধান কমে মাত্র। ১২২ রানে শরিফুলের আউটের পর তাওহীদ শট খেলে ব্যবধান আরও কমাতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৫০ বলে হৃদয় ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। 

বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ ছিলেন মূল হন্তারক। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। ২৩ রানে ৩টি নেন ব্যারি ম্যাকার্থি। ২০ রানে দুটি নেন মার্ক অ্যাডায়ার।  

দল ঘোষণায় নির্বাচকদের সিদ্ধান্তে লিটনের ক্ষোভ

৭৪ রানে পতন হয় বাংলাদেশের অষ্টম উইকেটের। তার পরেও একপ্রান্তে থেকে লড়াই করে গেছেন তাওহীদ হৃদয়। তুলে নিয়েছেন পঞ্চম ফিফটি। এই সময় নবম উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ৩১ বলে যোগ করেন ৪৮ রান। এই জুটিতে ব্যবধান কমতে থাকে। দলের ১৮তম ওভারে শরিফুলকে (১২) ক্যাচ আউট করে জুটি ভেঙেছেন ম্যাকার্থি। বাংলাদেশ নবম উইকেট হারায় ১২২ রানে।  

জাকের আলীর বিদায়ের পর পুরোপুরি ধসে পড়ে ইনিংস। ১৩তম ওভারে বামহাতি হামফ্রিজের ঘূর্ণিতে আউট হন তানজিম (৫), রিশাদ (০) ও নাসুম (০)। প্রথম বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ হন তানজিম। চতুর্থ বলে এলবিডাব্লিউ হন রিশাদ। পরের বলে স্টাম্পড হয়েছেন নাসুম। তাতে ৭৪ রানে পতন হয় অষ্টম উইকেটের! 

১৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন জাকের আলী ও তাওহীদ হদয়। ৩৪ বলে ৪৮ রান যোগ করেন তারা। ১২তম ওভারে ম্যাকর্থির বল ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি জাকের আলী। ক্যাচ উঠলে ১৬ বলে ২০ রানে ফিরতে হয় তাকে। তাতে ছিল মাত্র একটি ছয়। বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় ৬৬ রানে।   

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আইরিশ বোলিংয়ে খেই হারিয়েছে বাংলাদেশের ইনিংস। ৫ রানের মধ্যে ফিরেছেন টপের তিন ব্যাটার। প্রথম ওভারে হামফ্রিজের বলে তালুবন্দি হন তানজিদ। পরের ওভারে অধিনায়ক লিটন দাস (১) মার্ক অ্যাডায়ারের বলে উইকেট বিলিয়ে দিলে পতন হয় দ্বিতীয় উইকেটের। দলের পাঁচ রানের মধ্যে অ্যাডায়ারের তৃতীয় শিকার হন পারভেজ হোসেন। বিপদ আরও বাড়ে ষষ্ঠ ওভারে সাইফ হাসান (৬) ম্যাকার্থির বলে বোল্ড হলে। শুরুতেই ধাক্কা খাওয়ায় পাওয়ার প্লেতে স্বাগতিকরা ৪ উইকেটে সংগ্রহ করেছে মাত্র ২০ রান।   

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করেও বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে তারা। ৪৫ বলে ৬৯* রানের বিস্ফোরক ইনিংসে বড় স্কোরের মঞ্চ গড়েছেন হ্যারি টেক্টর।

টস হারলেও ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে আয়ারল্যান্ড। প্রথম ওভারে দুই বাউন্ডারি মেরে ইনিংসের গতি নির্ধারণ করেন পল স্টার্লিং। তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে টিম টেক্টর চারটি বাউন্ডারি মেরে আরও চাপ বাড়ান। শেষ পর্যন্ত  ৪০ রানের ওপেনিং জুটিতে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তুলে নেন স্টার্লিংয়ের উইকেট। 

তবু পাওয়ারপ্লেতে এক উইকেটে আয়ারল্যান্ড পায় ৪৮ রান। এরপর ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টর রিশাদ হোসেনের ঘূর্ণিতে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে ফেরেন। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পফার তার পর গড়ে তোলেন ৪৪ রানের জুটি। দলকে দেড়শর কাছে নেওয়া এই জুটি ভাঙে ক্যাম্পফার আউট হলে। কিন্তু হ্যারি টেক্টর-ই ছিলেন পুরো ইনিংসের মূল চালিকাশক্তি। ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে তুলে নেন নিজের সপ্তম টি–টোয়েন্টি আন্তর্জাতিক ফিফটি। শেষ ওভারে তার ঝড়ো ব্যাটিংয়েই আসে আরও ১৭ রান! তার সঙ্গে ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন ডকরেল। 

বাংলাদেশের হয়ে ৪১ রানে দুটি উইকেট নেন তানজিম হাসান। ৩৪ রানে একটি নিয়েছেন রিশাদ হোসেন, ৪২ রানে একটি নেন শরিফুল ইসলামও।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়