বার্সেলোনাকে হারিয়ে চেলসির বিশাল জয়
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগে চেলসি বার্সেলোনার বিপক্ষে ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই বার্সেলোনা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে এবং পরে রোনাল্ড আরাউহোকে দুই হলুদ কার্ডের কারণে হারিয়ে ১০ জনে শেষ করে প্রথমার্ধ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে খেলা ম্যাচে চেলসির দাপট শুরু থেকেই চোখে পড়ে। যদিও রেফারিংয়ের কারণে তাদের তিনটি গোল বাতিল হয়- যার মধ্যে দুটি অফসাইড এবং একটি হ্যান্ডবলের কারণে।
ষষ্ঠ মিনিটে লামিনে ইয়ামালের পাস পেয়ে বার্সেলোনার তরেস পেনাল্টি স্পট থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন।
২৭তম মিনিটে চেলসি গোলের নিয়ন্ত্রণ নেয়। ডান দিক থেকে বাইলাইন কাটা বল বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়।
৪৪তম মিনিটে রোনাল্ড আরাউহো দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়েন, ফলে বার্সেলোনা প্রথমার্ধ শেষ করে ১০ জনে।
৫৫তম মিনিটে এস্তেভোঁ চেলসির দ্বিতীয় গোল করেন। রিস জেমসের পাসে বক্সে ঢুকে বাধা এড়িয়ে দুর্দান্ত শটে গোল নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন: পর্তুগালের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল
৭৩তম মিনিটে লিয়াম ডেলাপ চেলসির তৃতীয় গোল করেন। বক্সে এনজো ফার্নান্দেজের পাসে গোল করার পর লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তোললেও ভিএআরে তা বাতিল হয়।
চেলসির এই জয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি এবং ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








