২৬ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে পগবা
ছবি: সংগৃহীত
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দীর্ঘ নিষেধাজ্ঞার পর প্রায় ২৬ মাস পর মাঠে ফিরলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা।
শনিবার (২২ নভেম্বর) রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এএস মোনাকোর হয়ে প্রথমবারের মতো খেলতে নামেন তিনি। ফরাসি লিগে এটি ছিল পগবার অভিষেক ম্যাচ।
গত জুনে জুভেন্টাস ছাড়িয়ে মোনাকোতে যোগ দিয়েছিলেন পগবা। তবে চোট ও ফিটনেস সমস্যার কারণে এতদিন মাঠে নামার সুযোগ হয়নি। চলতি মাসের ৮ তারিখ লেন্সের বিপক্ষে অভিষেক হওয়ার কথা থাকলেও গোড়ালির চোটে তা পিছিয়ে যায়।
অবশেষে রেনে’র বিপক্ষে ম্যাচে ৮৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে ৪–১ গোলের বড় পরাজয় দেখে মোনাকো।
২০২৩ সালের সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হলে সব ধরনের ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হন পগবা। তদন্তে নিষিদ্ধ উপাদান গ্রহণের বিষয়টি প্রমাণিত হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (CAS) আপিল করলে নিষেধাজ্ঞা কমে ১৮ মাসে নেমে আসে।
পেশাদার ক্যারিয়ারে পগবা প্রথম আলো ছড়ান ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর ২০১২-১৩ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন, ২০১৬ সালে ফেরেন ইউনাইটেডে। সর্বশেষ আবার জুভেন্টাসে খেলার পর এ বছর মোনাকোতে পাড়ি জমান।
আরও পড়ুন: মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ১১ গোল করা পগবা ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








