News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫১, ২৪ নভেম্বর ২০২৫

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী অংশগ্রহণে নিষেধাজ্ঞা

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী অংশগ্রহণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করার নির্দেশনা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

সোমবার (২৪ নভেম্বর) ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ফেডারেশন এবং খেলোয়াড়দের কাছে এই বিষয়টি নিয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং নাগরিকদের একাত্মতার প্রতীক। তাই তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া গ্রহণযোগ্য নয়। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা এবং পবিত্রতা রক্ষার স্বার্থে খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার সম্পূর্ণভাবে বারণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা মহল জাতীয় দলের খেলোয়াড়দের জনপ্রিয়তা বা পরিচিতি ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারণায় যুক্ত করার চেষ্টা করছেন। 

আরও পড়ুন: আগামী বছর এশিয়ান কাপে প্রথমবার খেলবে বাংলাদেশের নারী দল

এনএসসি মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড ক্রীড়া নীতির পরিপন্থী এবং দেশের ক্রীড়া পরিবেশকে কলুষিত করতে পারে।

ক্রীড়া পরিষদ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। এছাড়া খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হতেও হবে না।

চিঠিতে খেলোয়াড়দের প্রতি বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে, তাদের মূল দায়িত্ব হলো দেশের হয়ে মাঠে পারফর্ম করা এবং খেলার প্রতি মনোযোগী থাকা। পেশাদার পরিচয় রক্ষার পাশাপাশি দেশের সুনাম অক্ষুণ্ন রাখতেও তারা সচেতন থাকবেন।

জাতীয় ক্রীড়া পরিষদ সতর্ক করেছেন, এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে দেশের ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্ট সবাইকে ক্রীড়ার পবিত্রতা এবং সুস্থ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়