বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ, কারখানাও অবৈধ
ছবি: সংগৃহীত
রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর সানারপাড়, ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, অভিযানে মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার হয়েছে। কারখানাটিতে এসব নকল পণ্য বিদেশি কোম্পানির নামে মোড়কজাত ও বাজারজাত করা হতো।
আরও পড়ুন: পরীক্ষায় নকল ধরা পড়ায় বিদ্যালয় শৌচাগারে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
এ সময়, প্রায় ৮ লাখ টাকার পণ্যসহ কারখানার ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের ডেমরা থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় সেনাবাহিনী।
নিউজবাংলাদেশ.কম/এনডি








