News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫২, ২৭ নভেম্বর ২০২৫

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম ১৪ জানুয়ারি

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম ১৪ জানুয়ারি

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১৪ জানুয়ারি ২০২৬ এই নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিটিআরসি এ-সংক্রান্ত ‘রেডিও ফ্রিকোয়েন্সি (স্পেকট্রাম) নিলাম নির্দেশিকা-২০২৫’ জারি করেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ৭০০ মেগাহার্টজ তরঙ্গ বাংলাদেশের কৌশলগত জাতীয় সম্পদ। দীর্ঘদিন ধরে এই ব্যান্ড নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে এবং বেজ প্রাইস ধরে রাষ্ট্রের কমপক্ষে ১১ হাজার কোটি টাকার সম্পদ আটকে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে অবশেষে নিলাম আয়োজনের পথ পরিষ্কার হয়েছে। এ জন্য বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।

আরও পড়ুন: তাইওয়ানে সর্ববৃহৎ এআই হার্ডওয়্যার কেন্দ্র খুললো গুগল

বিশেষজ্ঞদের মতে, ঘনবসতির দেশ বাংলাদেশে ৭০০ মেগাহার্টজের মতো লো-ব্যান্ড তরঙ্গ ফোর-জি নেটওয়ার্কের কাভারেজ বাড়াতে এবং আসন্ন ফাইভ-জি সেবার ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামাঞ্চলে ভালোমানের মোবাইল ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ব্যান্ড অত্যন্ত কার্যকর।

এর আগে ২০১৮ সালে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং পরবর্তীতে তা স্থগিত হয়ে যায়। প্রায় ৭ বছর পর এই ব্যান্ডের তরঙ্গ নিলামের উদ্যোগ নেওয়া হলো।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়