সমালোচনামূলক কন্টেন্ট সরাতে গুগলকে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের
ফাইল ছবি
গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে, যার অধিকাংশই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের (অ্যালফাবেট) ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
তবে সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে। এই সময়ে সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ১ হাজার ২৩টি আইটেমের অনুরোধ করেছে। এর বিপরীতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানিবিষয়ক ৩২টি অনুরোধ।
সরকারের সমালোচনার কারণে করা ১৮১টি অনুরোধের সবগুলোই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। এই সময়ে সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।
অনলাইন সহিংসতা রোধে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আহ্বান
গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। অন্য পদক্ষেপগুলোর মধ্যে ১৬ দশমিক ১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশে কনটেন্ট আগেই সরানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।
গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে আপলোড হওয়া কনটেন্ট সরিয়ে দেয় এবং এই সময়ে বাংলাদেশ থেকে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যার ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে।
এই বিধান আগের আইনেও ছিল, তবে বর্তমান সরকার এসে এর সঙ্গে যুক্ত করেছে—কোনো কনটেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সরকার সব ব্লক হওয়া কনটেন্টের তথ্য জনসমক্ষে প্রকাশ করবে।
ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেছেন, যেহেতু নতুন অধ্যাদেশে এ ধরনের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে, তাই সেটি প্রকাশিত হলে মানুষ জানতে পারবে সরকার কোন ধরনের সমালোচনা সরাতে চায়। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








