পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ৭০ হাজার ৬৬০ প্রবাসীর
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়া চালুর পর থেকে দ্রুত বাড়ছে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা।
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী।
ইসির দেশভিত্তিক তথ্য অনুযায়ী, নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১৪,২৩৬), এর পর দক্ষিণ কোরিয়া (৯,০৭৫), কানাডা (৭,০৮৭), জাপান (৬,৪৫২), অস্ট্রেলিয়া (৬,০২৭) এবং দক্ষিণ আফ্রিকা (৪,৪৮০)। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের সব দেশের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন এখন উন্মুক্ত করা হয়েছে।
তবে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম এক পর্যায়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সংশ্লিষ্ট সাত দেশে শুক্রবারের মধ্যেই পুনরায় নিবন্ধন চালুর প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল
ইসির উচ্চ কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, ব্যালট পেপার ডাকযোগে পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ লিখতে হবে। অনেক প্রবাসী এই বাধ্যতামূলক তথ্য ভুল বা অসম্পূর্ণ দিচ্ছিলেন, ফলে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের সঠিক তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি বুধবার রাতে জানায়, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা যাবে। অ্যাপ উদ্বোধনের পর প্রাথমিকভাবে অঞ্চলভিত্তিক পাঁচ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন মনে করছে, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালু হওয়া বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একইসঙ্গে নির্বাচনী কাজে যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন। প্রধান নির্বাচন কমিশনার ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
নিবন্ধনের জন্য প্রবাসীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপ ইনস্টল করতে হবে এবং সঠিক ঠিকানা প্রদান করতে হবে—কারণ ব্যালট পেপার ডাকযোগে সেই ঠিকানাতেই পাঠানো হবে।
নির্বাচন কমিশন আশা করছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এই নতুন ভোটাধিকার প্রয়োগ আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








