News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য গভীর সাগরে বিচরণ নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর-০৬) অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৪০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৮৮৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮২০ কিমি দক্ষিণপশ্চিমে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

আবহাওয়াবিদ ওমর ফারুক ও এ কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। 
আবহাওয়া অফিস জানিয়েছে, যেসব জেলেরা গভীর সাগরে মাছ ধরার কাজে নিযুক্ত, তারা সতর্কতার সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলবেন।

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-র প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তীরে জলোচ্ছ্বাস, বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের সাগরবন্দরে ভ্রমণ এড়ানো এবং আবহাওয়া সংক্রান্ত সব সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়