News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২০, ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি নিয়মিতভাবে তার খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। 

তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার দিতে প্রস্তুত।

ড. ইউনূস আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত দুই দিন ধরে অসুস্থ থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। 

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

তিনি বলেন, গত রাতে চিকিৎসকরা জানিয়েছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেছেন, দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সারা দেশে দোয়ার কর্মসূচি চলছে। দেশের মসজিদে মুসল্লিরা জুমার নামাজের পর তার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরাও নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছি।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হলেও, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়