আরপিও সংশোধন অধ্যাদেশে ভোটার প্রতি নির্বাচনি ব্যয় সীমা ১০ টাকা
									ফাইল ছবি
উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এই সীমা অতিক্রম করলে নির্বাচন কমিশন (ইসি) আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
সোমবার (৩ নভেম্বর) জারি করা অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।
নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সংযোগ ও স্বচ্ছতা বাড়াতে অনুদান হিসেবে পাওয়া অর্থের তালিকা বিস্তারিত ও ওয়েবসাইটে প্রকাশের বিধানও যুক্ত করা হয়েছে।
মূল সংশোধনসমূহ: আরপিও অনুচ্ছেদ ৪৪: প্রার্থীর নির্বাচনি ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ। অনুচ্ছেদ ১৩: মনোনয়নপত্র জমার সময় জামানতের পরিমাণ বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা।
আরও পড়ুন: জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ব্যয়ের সীমাবদ্ধতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








