News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ৬ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে পতিত জমিতে লাউ চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে 

কুড়িগ্রামে পতিত জমিতে লাউ চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে 

ছবি: নিউজবাংলাদেশ

পতিত জমি এখন সবুজে ভরে উঠছে। মাচায় ঝুলছে অসংখ্য লাউ কোনোটা কচি, কোনোটা বিক্রির উপযোগী। ক্ষেতজুড়ে দুলছে সবুজ লাউ, আর কৃষকের মুখে ফুটছে তৃপ্তির হাসি। একসময় অনাবাদি পড়ে থাকা জমিতে এখন ফলছে আশার ফসল লাউ। লাউয়ের মাচা শুধু ফলনের নয়, কুড়িগ্রামের কৃষকের মুখে এনে দিয়েছে সাফল্যের হাসি।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর এলাকার কৃষক কামরুজ্জামান। মাত্র ১৫ শতক জমিতে মাচায় লাউ চাষ করে পেয়েছেন ভালো ফলন। তার চোখে এখন নতুন স্বপ্ন। জানালেন, আরও বড় পরিসরে চাষ করবেন আগামী মৌসুমে।

কৃষকরা জানান, “আগে মাঠে লাউ চাষ করলে পোকামাকড়ের আক্রমণ হতো, ফলনও কম হতো। এখন মাচায় চাষ করে খরচ কম, ফলনও ভালো,”।

স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের বীজ ও মাচা পদ্ধতিতে চাষ করায় পোকামাকড়ের আক্রমণ অনেক কমেছে। ফলে প্রতিটি গাছে ধরছে প্রচুর লাউ, আর বাজারে দামও পাচ্ছেন ভালো।

আরও পড়ুন: যশোরের ২০ কোটি শীতকালিন সবজিচারা যাচ্ছে সারাদেশে

সদরের পাঁচগাছী ইউনিয়নের তরুণ কৃষক আশিক বলেন, আমি ২৪ শতক জমিতে লাউ চাষ করেছি। খরচ হয়েছে ১০ হাজার টাকা। লাউ বিক্রি করছি প্রায় ৫০ হাজার টাকার। কৃষি বিভাগ পরামর্শে আমার ফলন ভালো হয়েছে।

গ্রামের আরও অনেক কৃষক এখন তার দেখে আগ্রহী হচ্ছেন। কেউ নিজের বাড়ির পাশে ছোট আকারে চাষ শুরু করেছেন, কেউ আবার পতিত জমি ব্যবহার করছেন নতুন করে লাউ চাষ।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, “পতিত জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের লাউ চাষে উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত পরামর্শ ও সহায়তাও দেওয়া হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়