News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০০, ৭ ডিসেম্বর ২০২৫

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

শিশির মনির। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আল্লাহ নিরাকার এবং রোজা পালন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য।

অভিযোগে উল্লেখ করা হয়, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন-এ প্রচারিত একটি ভিডিওতে রোজা ও পূজাকে সমানভাবে দেখানোর মন্তব্য করেছেন, যা বাংলাদেশের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করেছে।

আরও পড়ুন: এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোট

অভিযোগে আরও বলা হয়, তিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এ মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ জনগণের মধ্যে অশান্তি ও উত্তেজনা বাড়াতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়