News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৫, ৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৩৬, ৭ ডিসেম্বর ২০২৫

কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে: কৃষি উপদেষ্টা

কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অসাধু চক্রের কারণে পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ানো হয়েছে, যা কৃষক ও ভোক্তাদের জন্য ক্ষতিকর।

রবিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'বাজারে পেঁয়াজ আছে, কিন্তু কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। এই চক্রকে চিহ্নিত করা জরুরি। অনেকে শুধু আমদানির জন্যই উন্মত্ত হয়ে উঠেছে।'

পেঁয়াজ আমদানির অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, 'বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম ৭০ টাকার আশেপাশে থাকলে সবার জন্য সুবিধা হবে। বাজারে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না। ব্যবসায়ীদের কারসাজি দেখবে বাণিজ্য মন্ত্রণালয়।'

তিনি আরও বলেন, সবজির দাম মোটামুটি সহনীয় রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও কমবে। তবে কৃষকদের ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে ‘২৪ কোটি টাকার’ অনুসন্ধানে দুদক

এদিকে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকার রোববার থেকে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানি অনুমোদন দিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানের অনুমতি থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়