News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০২, ৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সিটি স্ক্যান স্বাভাবিক: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার সিটি স্ক্যান স্বাভাবিক: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড।

 রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থা বিবেচনাই নির্ধারণ করবে তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি না। 

তিনি বলেন, “খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাকে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়। সম্পূর্ণ বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, গত ছয় বছর ধরে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর ঢাকায় আসতে পারে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আরও পড়ুন: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

বেবিচকের এক কর্মকর্তা জানান, জার্মান কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্লাইট শিডিউল আবেদন করে। আবেদনের পর অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়