News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫০, ৭ ডিসেম্বর ২০২৫

টুর্নামেন্টে ভালো খেলার জন্য দোয়া চাইলেন তাসকিন

টুর্নামেন্টে ভালো খেলার জন্য দোয়া চাইলেন তাসকিন

ফাইল ছবি

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলেননি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সে সময় অংশ নেন আবুধাবি টি–১০ লিগে, যেখানে নর্দান ওয়ারিয়র্সের হয়ে বল হাতে নজর কাড়েন। এবার সরাসরি আইএল টি–টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন ডানহাতি এই পেসার।

যদিও সংযুক্ত আরব আমিরাতে চলমান টুর্নামেন্টে এখনও মাঠে নামার সুযোগ পাননি তাসকিন। শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে অভিষেক না হলেও আত্মবিশ্বাসী তিনি এবং দেশের হয়ে ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। এ জন্য ভক্তদের দোয়া কামনা করেছেন তাসকিন।

আরও পড়ুন: ৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় তাসকিন বলেন, সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি দেশের নাম উজ্জ্বল করতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে দেশের জন্য আরও ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জিততে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হেরে যায়। সেই ম্যাচে তাসকিন ছিলেন একাদশে নেই।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় শারজাহ ওয়ারিয়র্স মুখোমুখি হবে এমআই এমিরেটসের সঙ্গে। তাসকিনের অভিষেক এবং পারফরম্যান্সের দিকে তাই দৃষ্টি থাকবে ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়