২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ ড্র প্রকাশ, যে গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র-এ লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে।
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথ আলবিসেলেস্তেদের জন্য তুলনামূলক সহজ বলে মনে হচ্ছে।
অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে। গ্রুপে আফ্রিকান পরাশক্তি মরক্কোকেই নেইমারদের বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ড্রয়ের পর সবচেয়ে আলোচনায় এসেছে ‘এল’ গ্রুপ। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তিশালী ঘানা ও পানামা।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।
ফ্রান্সের ‘আই’ গ্রুপটিও কঠিন—প্রতিপক্ষ সেনেগাল ও নরওয়ে।
জার্মানি ‘ই’ গ্রুপে পেয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টকে।
ড্র অনুষ্ঠানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়। পাশে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সার্টিফিকেটের অংশ পড়ে শোনান। পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, “পৃথিবী এখন অনেক নিরাপদ। এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান।”
২০২৬ বিশ্বকাপের গ্রুপসমূহ এক নজরে
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
পট থেকে বল তুলতে মঞ্চে ছিলেন চার ক্রীড়াতারকা -এনএফএলের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, এনএইচএলের ওয়েইন গ্রেটস্কি, এমএলবির অ্যারন জাজ এবং এনবিএ লিজেন্ড শাকিল ও’নিল।
আয়োজক তিন দেশের প্রধান- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তোলেন প্রথম তিনটি বল। আগেই নির্ধারিত ছিল, মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে।
আরও পড়ুন: ৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ইউরোপ থেকে আরও ৪ দল এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে ২ দল যুক্ত হবে।
আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








