স্বর্ণা-মারুফার আগুনে লঙ্কানরা ২০২ রানে অলআউট

ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে ২০২ রানে লঙ্কানদের অলআউট করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার (২০ অক্টোবর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে নিগার সুলতানার দল জয়ের জন্য পেয়েছে ২০৩ রানের লক্ষ্য।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ পায় স্বপ্নের সূচনা। ইনিংসের প্রথম বলেই তরুণ পেসার মারুফা আক্তার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার বিষমি গুনারত্নেকে। রিভিউ নিয়ে নিশ্চিত করা হয় সিদ্ধান্ত। বিশ্বকাপে ছন্দে থাকা মারুফার আগুনঝরা ইনসুইংয়ে চাপে পড়ে লঙ্কানরা।
তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান অধিনায়ক চামারি আতাপাত্তু ও টপ অর্ডার ব্যাটার হাসিনি পেরেরা। দ্বিতীয় উইকেটে গড়েন ৭২ রানের জুটি। আতাপাত্তু ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। তাঁকে এলবিডব্লিউ করে ফেরান রাবেয়া খান।
এরপর দ্রুতই হর্ষিতা সামারাবিক্রমা রানআউট হন এবং কাভিশা দিলহারি ৪ রানে নাহিদা আক্তারের শিকার হন। ১ উইকেটে ৭২ থেকে শ্রীলঙ্কা নেমে আসে ৪ উইকেটে ১০০ রানে।
আরও পড়ুন: সেমিফাইনাল ভাগ্যের জন্য মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
চতুর্থ উইকেট পতনের পর আবার ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। হাসিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা গড়েন ৭৪ রানের জুটি। নিলাক্ষী ৩৮ বলে করেন ৩৭ রান। পেরেরা খেলেন ৯৯ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটেই দুইশ পার করে শ্রীলঙ্কা।
তবে পেরেরার বিদায়ের পরপরই ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনে। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ২৮ রানে। স্বর্ণা আক্তারের নেতৃত্বে অসাধারণ স্পিন আক্রমণে ৪৮.৪ ওভারে ২০২ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার। ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। রাবেয়া খান পান ২ উইকেট। মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
শ্রীলঙ্কার হয়ে একমাত্র প্রতিরোধ ছিল হাসিনি পেরেরার ব্যাটে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নিলাক্ষী সিলভা (৩৭)। বাকিদের ব্যাটে আসেনি উল্লেখযোগ্য কোনো অবদান। আনুষ্কা করেন ২, সুগন্ধিকা কুমারি ১, উদেশিকা ৮ ও মালিকি ৯ রান। ইনোকা ২ রানে অপরাজিত থাকেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ নারী দল ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪৯ রান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন আরও ১৫৪ রান।
নিউজবাংলাদেশ.কম/পলি