News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৩ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৫

স্টারলিংককে অধিক সুবিধা দেওয়ার কারণ জানতে চায় আইএসপিএবি

স্টারলিংককে অধিক সুবিধা দেওয়ার কারণ জানতে চায় আইএসপিএবি

সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম

বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার বৈষম্য উপহার দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংস্থা-আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম।

তিনি বলেছেন, সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার, অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে। তিনি জানতে চান, স্টারলিংককে এত সুবিধা দেওয়ার কারণ কী?

সোমবার (০৩ নভেম্বর) দেশের আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।

টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুুন: দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা চেয়ে আইএসপিএবির ৭ দফা দাবি

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

আমিনুল হাকিম বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে এবং জনগণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বিদ্যমান নীতির সঙ্গে প্রস্তাবিত নীতির তুলনামূলক উপস্থাপনা তুলে ধরে বলেন, বিদ্যমান নীতিতে সরকার এই খাত রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিল, ভ্যাটসহ ২১ দশমিক ৪৫ শতাংশ পায়; কিন্তু নতুন নীতিতে তা ৪০ দশমিক ২৫ শতাংশ হবে। সরকারি নীতিতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি বলেছে, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস একসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশীয় ও নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। এ ছাড়া সাধারণ গ্রাহকের ওপর এর বড় প্রভাব পড়বে বলে জানায় সংস্থাটি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়