News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ৫ নভেম্বর ২০২৫

মামদানি ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কে কত ভোট পেলেন

মামদানি ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কে কত ভোট পেলেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে তিনি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন।

৩৪ বছর বয়সে এই পদে নির্বাচিত হয়ে তিনি শহরের ইতিহাসে সবচেয়ে তরুণ ও উদারপন্থী মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রায় ৮৪ লাখ জনসংখ্যার শহরটিতে নেতৃত্ব লাভের মধ্য দিয়ে তিনি নতুন ইতিহাস রচনা করলেন।

ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি পেয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৬৪৬ ভোট, যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৭৮৩ ভোট (৪১ দশমিক ৬ শতাংশ)। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ১ লাখ ৪৬ হাজার ১২৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন (৭ দশমিক ১ শতাংশ)।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর)  নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত কুমোকে হারিয়ে বিজয়ী হন মামদানি।

আরও পড়ুন: নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি

উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি সাত বছর বয়সে মা–বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। রাজনীতিতে নতুন মুখ হলেও নিম্ন আয়ের মানুষের জন্য নিউইয়র্ককে আরও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে স্বল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়