News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০১, ৫ নভেম্বর ২০২৫

গণভোট ও প্রবাসীদের ভোট নিয়ে সংশয় জামায়াতের

গণভোট ও প্রবাসীদের ভোট নিয়ে সংশয় জামায়াতের

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে দলটির প্রতিনিধি দল এই প্রস্তাবগুলো তুলে ধরে।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দলটির অবস্থান ও প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে ‘জুলাই সনদের আদেশ’ বাস্তবায়ন সহজ হবে। 

তবে একইসঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি একইদিনে গণভোট হয়, তবে সেই ভোট ‘ইগনোরেবল’ হয়ে যেতে পারে। কমভোটে গণভোট হলে তা নিয়ে টালবাহানা হতে পারে। জামায়াত কোনো পাতানো ফাঁদে পা দিতে চায় না।

হামিদুর রহমান আযাদ ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানান এবং বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিয়েও সংশয় প্রকাশ করেন। 

আরও পড়ুন: জামায়াতে ইসলামী কোনও জোট গঠন করবে না: ডা. শফিকুর রহমান

তিনি বলেন, প্রবাসীদের ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে, যা নিরসন জরুরি।

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান এলে তবেই জামায়াত জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

তিনি আরও জানান, আটটি সমমনা দলের সঙ্গে যে ঐক্য হয়েছে, সেটিকে ‘জোট’ নয় বরং ‘যুগপৎ আন্দোলন’ হিসেবে দেখছে জামায়াত।

আগামী নির্বাচনে একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। তবে আমাদের দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, গণভোট আয়োজনের বিষয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়।

জামায়াতের এই ১৮ দফা প্রস্তাবনা ও বৈঠকে উত্থাপিত বিষয়গুলো আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়